ঢাকা ১৭ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি


মন দিয়ে মন ছুঁয়ে থাকি

redtimes.com,bd
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০১৭, ০৪:২৫ অপরাহ্ণ
মন দিয়ে মন ছুঁয়ে থাকি

 

জেবুননাহার জনি

তোমাকে দেখলেই আমি শুধু তোমার হয়ে যাই-

আমি যখনি কারোর কাছে তাঁর কুশলসংবাদ জানতে চাই,

তারা ভাবে তাদেরই খবরাখবর জানতে চাচ্ছি

আসলে তাদের খবরাখবরের মাঝে আমি তোমারেই জেনে নেই, তারা তা বুঝতেও পারে
না…!

রাতবিরেতে- মধ্যরাতে তোমার গেয়ে ওঠা গান ‘অনুভবে কল্পনাতে যে মিশে রও/ হাসির

ঝলকে তুমি রজনি গন্ধা ফোটাও/… হায়রে এ কোন সুখ আমার/ বিভোর তোমার স্বপনে/

কখনো আগে বুঝিনি ভালোবাসা কারে কয়?’ বেজে চলে… নিবিড়ভাবে… আলতো পায়ে…

মিষ্টি একটা গন্ধ ছড়িয়ে সারা পৃথীবিময়!

অথবা বিষণ্ণ সুরে গেয়ে ওঠা- ‘এই পথ চিরদিন সাথী হয়ে রয়েছে আমার/ কে জানে এই পথ

কোনদিন দেবে কিনা ঠিকানা তোমার…?’ বাজে… দিবানিশি বাজে… বুকের মধ্যরেখায়
রোদ জ্বলা দুপুরের মত…

জ্বলে-পুড়ে বাজে!

আমি তোমার খবর রাখি, মন দিয়ে মন ছুঁয়ে থাকি…

সংবাদটি শেয়ার করুন

September 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930