২রা মার্চ ২০২১ ইং | ১৭ই ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৯
কাকলী চৌধুরী
বিপন্ন সময়ের বিষাদিত রাজপথে প্রথম দেখা
অগ্নিগর্ভ ঝাঁঝালো শ্লোগানে প্রথম চুম্বন
অপেক্ষায় বিস্ফোরক সংঘর্ষ কামনামত্ত ধমনী জুড়ে,
আমাদের পারষ্পরিক আকাঙ্ক্ষার ধুন্ধুমার কুরুক্ষেত্রে
মহাকালের ভ্রুকুটিতে জন্ম নেবে নতুন পরশুরাম
ভবিতব্য এক নতুন রাবনভূমি, ছিন্নশির জননীর
শোণিতস্রোত বেয়ে হয়তো নামবে উন্মত্ত রতিক্লান্তির বিবর্ণ শান্তি বিষন্ন অমরাবর্ত জুড়ে
এসো প্রতীক্ষাময় এই ক্ষনে হাতে হাত বুঝে নিই
আমাদের ভবিষ্যত চারণভূমি,
খুঁজে নিই নিভৃত মিলন কুঞ্জ,
যদি সংঘর্ষই হয় একান্তের ভবিতব্য তবে
অগ্নিকুন্ডেই ফোটাবো প্রসূন এক অভিনব প্রণয়ের
মিলনের মাহেন্দ্রক্ষণ প্রোজ্জ্বল হবে আমাদের দ্রোহের আগুনে
দ্রোহ শোষণ -শাসনে দূর্বিনীত পরাক্রমশালী রুদ্র সামাজিকের বিরুদ্ধে
দ্রোহ অনুভবহন্তারক অনুতাপের বিরুদ্ধে
জেনে নাও দহনেই জ্বলে বোধনের প্রদীপ
চলো নতুনের আলোকবর্তিকা হই
হেঁকে চলি ভাঙনের ডাক আমাদের সৃষ্টিময় ঝণ্জাক্ষুব্ধ উন্মত্ত মিলনরাতে
চলো ঝড় হই।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766