২৯শে নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০১৬
এসবিএন ডেস্ক: সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন পত্র জমা দিলেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা মিফতাহ্ সিদ্দিকী।
মঙ্গলবার রাত ৮টায় সিলেট মহানগর বিএনপি’র কাউন্সিল পরিচালনার দায়িত্ব প্রাপ্ত ও আহবায়ক কমিটির সিনিয়র নেতা একেএম আহাদুস সামাদের কাছে তিনি মনোনয়ন পত্র জমা দেন।
মনোনয়ন পত্র জমাদান শেষে তিনি উপস্থিত নেতৃবৃন্দদের বলেন, আগামী দিনে সিলেট বিএনপিতে যে সকল নেতৃবৃন্দ আসবেন তারা আবশ্যই তৃনমুল থেকে উঠে আসবেন এবং আজকে যারা ওর্য়াড কমিটি গুলোতে সফলতার সাথে নেতৃত্ব দিচ্ছেন তারাই আগামী দিনে মহানগর কমিটির নেতৃত্ব নির্ধারণ করবেন।
পরিশেষে তিনি আশা প্রকাশ করেন সিলেট থেকে শুরু হওয়া কাউন্সিল সারা দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল’র রুল মডেল হয়ে থাকবে।
মনোনয়ন পত্র জমাদানকালে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট হাবিবুর রহমান হাবিব, মেট্রোপলিপন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহেল বাছিত, ১২নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ রুয়েল, ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন মেহেদী, ১১নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ তায়েফ, আক্তার আহমদ, মালেক আহমদ, সদর বিএনপি সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, আজিজুর রহমান আজিজ, নুরুল ইসলাম রুয়েল, মো. আবুল বসর।
ছাত্রদল নেতা, মোস্তাকুর রহমান রুমন, সোহেল আহমদ, মনজুর হোসেন মজনু, হোসেন আহমদ রুহুল, পাবেল আহমদ প্রমুখ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com