‘মহান বিজয় দিবসের আলোচনা ও লেখা পাঠের আসর অনুষ্ঠিত’
মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় কবিতা পরিষদ হবিগঞ্জ জেলা শাখার ‘বিজয়ের আলোচনা ও লেখা পাঠ’র আসর নবীগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু লেখক পরিষদ ও রূপসী বাংলা পরিষদ হবিগঞ্জ জেলা শাখা অনুষ্ঠানের সহযোগী ছিল।
জাতীয় কবিতা পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি পৃথ্বীশ চক্রবর্ত্তী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু লেখক পরিষদ ও রূপসী বাংলা পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি কবি মো. গোলাম কিবরিয়া। জাতীয় কবিতা পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কবি সাইফুল সারং এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু লেখক পরিষদ হবিগঞ্জ জেলাশাখার সিনিয়র সহ-সভাপতি প্রধান শিক্ষক ও গীতিকার আলী আমজাদ মিলন, কবি মৌলানা কাজী হাসান আলী, প্রধান শিক্ষক রাহেলা খানম চৌধুরী, প্রধান শিক্ষক ও কবি প্রতিমা রাণী বণিক, কণ্ঠশিল্পী বিন্দু সূত্রকার, প্রধান শিক্ষক ও কবি এম. ওয়াহিদ লাভলু ও কণ্ঠশিল্পী শামস খেলা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. হাবিবুর রহমান চৌধুরী শামীম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গীতিকবি গোপাল রায়, নবীগঞ্জ কেন্দ্রীয় সাহিত্য সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক কবি আশিকুর রহমান, উত্তরণ লেখক ফোরামের সভাপতি কবি ইব্রাহিম ইউসুফ ও প্রভাতী সাহিত্য সাংস্কৃতিক সংসদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি কবি এম ডি হামিদুর। বিজয় দিবস বিষয়ক লেখাপাঠ ও আলোচনায় অংশ গ্রহণ করেন বঙ্গবন্ধু লেখক পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নয়ন দাশ, সহ সাংগঠনিক সম্পাদক কিরণ আচার্য্য, ফটোগ্রাফার মুসা ইমন, কামরুন নাহার নিবা, এস এম চাঁদনী, কলি চৌধুরী প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন