মহামানবের ধ্রুপদী সংগীত

প্রকাশিত: ১:৫১ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০২২

মহামানবের ধ্রুপদী সংগীত

মহামানবের ধ্রুপদী সংগীত

 

জোহরা রুবী

আজো ইতিহাস বুকে জেগে আছে প্রতিটি বাঙালি
যেন প্রজন্ম জেনেছ তাঁকে জন্মাবার বহু আগে
যাদুকরী কণ্ঠস্বরে স্বার্থহীন জীবন সংগীতে
গৌরব পতাকা ছুঁয়ে বিশ্বময় বিশ্বাসের ঘোরে
এদিকে পাপিষ্ঠ নগ্ন ইতিবৃত্তে ঘৃণার কাফন
জড়িয়ে নিয়ে আঁধার কাটাতে উদ্যত মানব
সোনালি স্বপ্নের চূড়া বেয়ে ওঠা পিতার কল্পনা
সত্যের শীর্ষে পৌঁছাতে অদম্য শক্তির স্পর্শে
উজ্জীবিত হয়ে গায় মৃত্যুঞ্জয়ী শতবর্ষী সেই
মহামানবের, লাল সবুজের ধ্রুপদী সংগীত।