মহোত্তম শেখ হাসিনা আপামনির জন্মদিন

প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৩

মহোত্তম শেখ হাসিনা আপামনির জন্মদিন
শাহানা জেসমিন

 

একাত্তরের রণাঙ্গন শেষে
পূর্ণিমা চাঁদের জোৎস্না স্নাত প্লাবনে ভেসে
উচ্ছ্বসিত স্বাভাবিক ভঙ্গিমার এক চিলতে হাসি হেসে যে ভগ্নি বলেছিলেন আমরা স্বাধীন
আজ বাঙালির সেই ভগ্নির ৭৭ তম জন্মদিন।
শুভ জন্মদিন আপা মনি শুভ জন্মদিন।

 

শিশির স্নাত ভোরের মায়ায়,
শরতের কাশবনের শুভ্র হাওয়ায় ,
বাইগার নদীর ঢেউয়ের দোলায় বেড়ে ওঠা কিশোরীই আজ ৫৬ হাজার বর্গমাইল জুড়ে শান্তির পতাকা হাতে ভাস্বর প্রতিমা
বিশ্ববাসী দেখে তাঁর গূণের মহিমা।

তিনি আমাদের প্রাণপ্রিয় জননেত্রী
বঙ্গোত্তম শেখ হাসিনা চির মায়াময় মহিমময়ী।

 

৭৫পরবর্তী পরিবার হারানোর
বিপুল বেদনার দহনে ক্লিষ্ট বিধ্বস্ত মানবী
স্বৈরশাসকের মোড়কের কবলে সামরিক শাসন সমর্থিত অবমাননাকর পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে
নুন- ভাতের জীবন যাপনের জন্য
উদয়াস্ত পরিশ্রম কারীদের সম্মানার্থে
দৃপ্ত পায়ে যিনি দাঁড়িয়ে গেলেন
স্বদেশের ক্লান্তি নাশিতে
সামরিক শাসনের ডান্ডাবেরির নিচে
ক্ষুণ্ন হতে দেননি যিনি মানবের মর্যাদার অধিকার
তিনি আর কেউ নন তিনি যোগ্য কন্যা জাতির পিতার।

 

তাঁর উজ্জ্বল চেহারায় আশাবাদী ভবিষ্যৎ খুঁজি
তাঁর অমলিন হাসির ছটায়
শরতের শিউলি ফুল ফুটতে দেখি
উদাহরণস্বরূপ বলতে পারি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করার প্রক্রিয়াটি
যার জন্য বিভিন্ন ভাষাভাষী মানুষের
প্রতিনিয়ত দেখি কৃতজ্ঞ দৃষ্টি।

 

তিনি অসাম্প্রদায়িকতার মেলবন্ধনে
জীবনের সেতু গড়তে চান ।
তাঁর ভেতরে আছে মাতৃভূমির প্রতি
আকাশচুম্বী স্বপ্নবিলাস ।

 

নিজেদের অর্থায়নে করেছেন
পদ্মাসেতু নির্মাণ,
চালু করেছেন মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, নির্মাণ করেছেন কর্ণফুলী টানেল,
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র,
নির্মাণ করেছেন আশ্রায়ন এর জন্য বহুতল ভবন
ক্রয় করেছেন সাবমেরিন, c-130 বিমান ।
মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছেন, এ সবই
সেই স্বপ্নের দৃশ্যমান উৎকৃষ্ট উপমা।

 

আমরা জানি আপা মনির দীর্ঘ সময় ধরে রাষ্ট্রপরিচালনার অভিজ্ঞতার ফলে সঞ্চিত আছে সময়ের ওঠানামার ব্যাপ্তি।
আমাদের অনুরোধ হে প্রাণপ্রিয় নেত্রী
আপনার ডাইনে-বাঁয়ে সামনে-পিছনে
মুখ ও মুখোশের আড়ালে লুকিয়ে থাকা মুস্তাক ফারুকদের চিহ্নিত করুন ।

 

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে নিজের নিরাপত্তার কথা দয়া করে একটু ভাবুন।

আপনার জন্মদিনে আমাদের
কোটি কোটি উত্তোলিত হাতের একটি ফরিয়াদ
আপনি দীর্ঘজীবি হোন ।
সু কীর্তিতে কাল মহাকাল কে অতিক্রম করুন।

বঞ্চিতদের দেন শক্তি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
জাতির পিতার সুযোগ্য কন্যা, মহোত্তম শেখ হাসিনা আপামনির জয় হোক চিরদিন ।