-তারিক সামিন
আমার পৃথিবী জুড়ে এখনো অন্ধকার
তবুও কি সুখে সুখী আমি!
আজ পাঁচ মাস ধরে মায়ের পেটে
এখনো বাড়ন্ত ভ্রূণ আমি।
মায়ের আনন্দে আমি হাঁসি
মায়ের দুঃখে আমি কাঁদি
এখনো দৃঢ় সংযুক্ত মায়ের জঠরে।
কখনো-সখনো হঠাৎ মারি লাথি
মায়ের পেটের ভেতরে,
মা আমার ব্যথা আর আনন্দে হাসেন।
সন্তান সম্ভাবী জননী
আদরে আজ পাঁচটি মাস
ধরে রেখেছে আমায় গর্ভে।
হলি আর্টিজান রেস্তোরাঁ:
আজ জুলাই মাসের প্রথম তারিখ,
খাবার টেবিলে দশজন মানুষ
আসলে এগারো, আমিও আছি।
মা খুব হাসি-খুশি আজ, আমারও মন ভালো
এ কি! হঠাৎ কি হলো?
বোমার শব্দ, গোলাগুলি
আমার মায়ের গোঙানি, তীব্র চিৎকার, কান্নার শব্দ!
হে ঘাতক বুলেট! স্পর্শ করো না এ শরীর
এখানে সুপ্ত আগামী পৃথিবী,
হে ধারালো ছুরি, হে বর্বর চাপাতি, স্পর্শ করো না এ শরীর
এখানে সুপ্ত মানুষের ভালোবাসা, মনুষ্যত্ব, বিবেক।
আমার পৃথিবী জুড়ে অন্ধকার ছিল
তবুও কি সুখে সুখী আমি,
তোমাদের আলোকিত পৃথিবী
ডুবে আছে ঘৃণার অন্ধকারে।
[এই কবিতাটি ইতালীয় নাগরিক সিমোনা মন্টি কে উৎসর্গ করে লেখা। যিনি পহেলা জুলাই ২০১৬ সালে বাংলাদেশের ঢাকার একটি বেকারিতে আরো বিশ জন বিদেশী সহ সন্ত্রাসবাদীদের হাতে নিহত হন। সে সময় তিনি গর্ভবতী ছিলেন। তার ইচ্ছা ছিল, তার পাঁচ মাস বয়সী ভ্রূণ শিশু ভূমিষ্ঠ হলে, তার নাম রাখবেন মাইকেল অ্যাঞ্জেলো।]
সংবাদটি শেয়ার করুন