২২শে সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৬
এসবিএন ডেস্ক: মাগুরায় ২০ দলীয় জোটের হরতাল অবরোধ চলাকালে পেট্রোল বোমায় ৫ জন নিহতের ঘটনার দায়ের করা মামলার আসামি পৌর বিএনপির সহ-সভাপতি মাসুদ হাসান খান কিজিকে জেল হাজতে পাঠানো হয়েছে।
দীর্ঘদিন পালাতক থাকার পর রবিবার দুপুরে মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ২২ মার্চ রাতে ২০ দলীয় জোটের হরতাল অবরোধ চলাকালে সদর উপজেলার মগির ঢাল নামকস্থানে পেট্রোল বোমায় ৯ জন দগ্ধ হন। তার মধ্যে ৫ জন মারা যান। এ ঘটনায় মাগুরা সদর থানার এএসআই আব্দুস সালাম বাদী মাগুরা থানায় মামলা করেন।
তদন্ত শেষে ২০১৫ সালের ১৬ আগস্ট ২৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। মামলার আসামিরা হলেন- ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হক, জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহম্মদ, সিনিয়র সহ-সভাপতি মনোয়ার হোসেন খান, পৌর বিএনপির সহ-সভাপতি মাসুদ হাসান খান কিজিল, জেলা জা
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com