১০ই ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৪ পূর্বাহ্ণ, মার্চ ২৭, ২০১৬
এসবিএন ডেস্কঃ মাগুরার মুহাম্মদপুর উপজেলার মধুমতি নদীতে শনিবার রাতে স্থানীয় জেলেদের জালে বিরল প্রজাতির ১টি কচ্ছপ ধরা পড়েছে।
জেলে রতন মালো বলেন, সদরের মধুমতি নদীর ধুুপড়িয়া এলাকায় তিনি সহযোগীদের নিয়ে জাল দিয়ে মাছ ধরছিলেন। রাত পৌনে ১১টার দিকে জাল তোলার সঙ্গে উঠে আসে বড় আকৃতির একটি কচ্ছপ।
স্থানীয়রা কেউ মধুমতি নদীতে এ ধরনের কচ্ছপ ধরা পড়তে দেখেননি বলে জানান। কচ্ছপটির ওজন প্রায় ১২ কেজি। সারা গায়ে কালো সবুজের উপর ডোরাকাটা দাগ।
তবে কচ্ছপটি সাগরের কোনো প্রজাতি হবে বলে ধারণা করা হচ্ছে। কচ্ছপটি দেখতে বড় হলেও বয়স কম। কচ্ছপটি দেখতে উৎসুক লোকজন ভিড় করছেন।
মহাম্মদপুর উপজেলার মৎস্য কর্মকর্তা মীর লিয়াকত আলী বলেন, মধুমতিতে মাঝে মধ্যে ছোট আকৃতির দেশি জাতের কচ্ছপ ধরা পড়ার খবর পাওয়া যায়।
তবে এ কচ্ছপটি বিরল প্রজাতির।সাগর থেকে পথ ভুলে কচ্ছপটি চলে এসেছে। বন বিভাগের সঙ্গে কথা বলে অবমুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com