মোস্তফা মোহাম্মদ
মাইনসে দেখলে কইবো কী!
না কপিলা, যাওনের দরকার নাই,
মালার শরীর খারাপ;
পড়শীর মনে শান্তি নাই,
তার চায়া দুইডা রুডি বানা,
দুইজনে পেট পুইড়া খায়া পদ্মা পাড়ি দেই;
চনমনে চেহারায় ঘাটে এসে দাঁড়ায়,
নির্ঘুম সারারাত বুবুর অসুখ,
কপিলার নায়ের শরীরে আজ বাদামের ঢেউ;
শুধুই পালে বাতাসের ঠেকা,
যাদুর কাঠির স্পর্শেই জ্বলবে বারুদ,
জ্বলেপুড়ে মরে ছারখার আত্মধ্বংসী ভাবুক,
দাউদাউ আগুন-আলোয় হাসবে পদ্মার বুক;
ধরাশায়ী হোসেনের দল,
লুণ্ঠিত ইলিশের তেজ আজ কপিলার গলায়,
কুবেরের কাছে তাই কপিলারা চায়,
এই ধারা-বরষার দিনে নিজের রক্তঋণে-গড়া ব্রিজের স্বাদ, আরেকটু আহ্লাদ;
পুড়ুক শালিদের যৌবনের আগুন,
সাহসী কপিলা নাগরিক কোলাহল ছেড়ে,
যেতে চায় দূরে নিতে চায় ভর্তা-ইলিশের স্বাদ,
পদ্মাজয়ী-মুক্তিযোদ্ধা কুবেরের প্রতি তাই এত আহ্লাদ;
(কবি আফরোজা সোমা প্রিয়ভাজনেষু)
সংবাদটি শেয়ার করুন