সিলেট বাংলা নিউজ ডেস্কঃ বিশ্বকাপ বাছাইয়ের ষষ্ঠ রাউন্ডে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। এই ম্যাচে নেইমারের অনুপস্থিতি ব্রাজিলের চিন্তা বাড়িয়ে দিয়েছে! ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টা ৪৫ মিনিটে।
এদিকে বাছাইপর্বের আরেকটি ম্যাচে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে ভোর সাড়ে ৫টায়।
৫ম রাউন্ডের খেলা শেষে ৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে আর্জেটিনা। দলটির জার্সি গায়ে বলিভিয়ার বিপক্ষে খেলা শেষেই আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারে সমাপ্তি টানতে পারেন ম্যানসিটির রক্ষণভাগের তারকা মার্টিন ডেমিকেলিস।
এদিকে সর্বশেষ কোপা আমেরিকায় প্যারাগুয়ের কাছে হেরেই ছিটকে পড়ে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এবার দলটিকে লড়তে হচ্ছে নেইমার ও ডিফেন্ডার ডেভিড লুইজকে ছাড়াই।
৫ ম্যাচ শেষে ব্রাজিল ও প্যারাগুয়ের সংগ্রহ সমান ৮ পয়েন্ট।
সংবাদটি শেয়ার করুন