মাত্র ৪ লক্ষ্ ৪৭ হাজার টাকায় মাহিন্দ্রা কেইউভি-১০০

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৬

মাত্র ৪ লক্ষ্ ৪৭ হাজার টাকায় মাহিন্দ্রা কেইউভি-১০০

এসবিএন তথ্য প্রযুক্তি ডেস্ক: কম দামে নতুন গাড়ি বাজারে আসছে, নাম মাহিন্দ্রার কেইউভি-১০০। নতুন এই গাড়িতে একাধিক ফিচারস থাকছে, যেমন- এম ফ্যালকন ইঞ্জিন।

ভারতের বাজারে প্রথমে ছাড়া হবে পর্যায়ক্রমে অতিশিগগীর বিশ্ববাজারে বিক্রির জন্য সরবরাহ করা হবে।

স্পাইডার ডিজাইন অ্যালোয় হুইল, ২৪৩ লিটার বুট স্পেস, যা ৪৭৩ লিটার পর্যন্ত এক্সপান্ডেবল হতে পারে। এছাড়াও থাকছে ৬টি স্পিকারযুক্ত ইনফোটেইনমেন্ট সিস্টেম। ব্লু সেন্স অ্যাপের সুবিধাও থাকছে এই মডেলে।

মাহিন্দ্রার তরফ থেকে দাবি করা হয়েছে, এই নতুন কেইউভি ১০০, এসইউভি’র ছোট সংস্করণ হিসেবে প্রস্তুত করা হয়েছে। মাত্র ৪ লক্ষ ৪৭ হাজার টাকায় পাওয়া যাবে নতুন এই গাড়ি মাহিন্দ্রা কেইউভি ১০০ এর বেস মডেল।

লাইভ রেডিও

Calendar

October 2023
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031