২৫শে জানুয়ারি ২০২১ ইং | ১১ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এসবিএন তথ্য প্রযুক্তি ডেস্ক: আপনার ফোন পুরো চার্জ দিতে কত সময় লাগে? খুব কম হলেও ঘণ্টা দু’য়েক।
আর যাদের ফোনের ব্যাটারি খারাপ, তাদের তো সমস্যার শেষ নেই। ঘণ্টায় ঘণ্টায় চার্জ দিয়েও চার্জ থাকে না। এবার সেই সমস্যার সমাধান এসে গেছে।
চাইনিজ স্মার্ট ফোন কোম্পানী ওপো বাজারে নিয়ে এলো এক অত্যাধুনিক মোবাইল ওপো সুপার ভক ফ্লাশ চার্জ। এই ফোনের বিশেষত্ব হল, এই ফোনটি পুরো চার্জ হতে সময় লাগে মাত্র ১৫ মিনিট। এর ব্যাটারি এতটাই শক্তিশালি যে, মাত্র ৫ মিনিট চার্জ দিয়েই আপনি ২ ঘণ্টা কথা বলতে পারবেন ফোনে।
ওপো টেকনোলজির বরাত দিয়ে জি নিউজ জানিয়েছে, ফোন যতই অত্যাধুনিক হোক না কেন, ব্যবহার করার পর সেই চার্জের সমস্যা এসেই যায়। তাই তারা এবার টেকনোলজি এক রেখে ব্যাটারিকে আরও শক্তিশালি করে দিয়েছেন।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766