এসবিএন তথ্য প্রযুক্তি ডেস্ক: ভারতের বাজারে এলো সাশ্রয়ী দামের একটি ল্যাপটপ। এটির মডেল বিদ্যুৎ এক্সপ্রেস। যেটি কোডিংয়ের জন্য বানানো হয়েছে। এটির দাম মাত্র ৭ হাজার ৫০০ রুপি। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশী টাকায় এটির মূল্য দাঁড়ায় ৮ হাজার ৮২৮ টাকা।
লিনাক্স অপারেটিং সিস্টেম চালিত এই ল্যাপটপটিতে রয়েছে ১০ ইঞ্চির ডিসপ্লে। এতে এআরএম ভি৭ প্রসেসর রয়েছে। র্যাম আছে ১ জিবি। ৮ জিবি হার্ডডিস্ক সম্বলিত এই ল্যাপটপটির ওজন মাত্র ১ কেজি।
বিদ্যুৎ এক্সপ্রেস ল্যাপটপটিতে ৫ হাজার মিলিঅ্যাম্পায়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।
এটিতে আছে লেজিটিমেট কিবোর্ড এবং ফাংশননাল ট্র্যাকপ্যাড।
এই ল্যাপটপটি জাভাসহ বেশ কয়েকটি কোডিং ল্যাঙ্গুয়েজ সমর্থন করে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com