ঢাকা ১০ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি


মাদারীপুরে আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

redtimes.com,bd
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৩, ০৪:০৫ অপরাহ্ণ
মাদারীপুরে আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত
রাকিব হাসান, মাদারীপুর
বাংলাদেশ আওয়ামী লীগের দেশব‍্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি-জামাতের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে সারাদেশের ন্যায়  সদর উপজেলার ঝাউদি ইউনিয়ন পরিষদে শান্তি সমাবেশের আয়োজন করে ঝাউদি ইউনিয়ন আওয়ামীলীগ।
এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফিরোজ মুন্সীর সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস হাওলাদার।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আব্দুল লতিফ হাওলাদার,জেলা কৃষকলীগের সভাপতি জাকির হাওলাদার,ঝাউদি  ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মজুমদার,ঝাউদি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ফারুক হাওলাদার,ঝাউদি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিব হাসান,ঝাউদি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম বেপারী,মাদারীপুর সদর উপজেলা ছাত্র লীগের ত্রাণ ও দুর্যোগ সম্পাদক মোঃ শাহিন হোসেনসহ ইউনিয়ন আওয়ামীলীগ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বক্তব্যে বলেন, দেশব্যাপী বিএনপি-জামাতের নৈরাজ্য ও সহিংসতার প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
এছাড়াও একই কর্মসূচীর আওতায় জেলার বিভিন্ন।ইউনিয়নে অনুরুপ শান্তি সমাবেশের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

September 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930