ঢাকা ৯ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


মাদারীপুরে গরুচোর সন্দেহে দুজনকে গণপিটুনি, পিকআপে আগুন

Red Times
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২৪, ১০:২৪ অপরাহ্ণ
মাদারীপুরে গরুচোর সন্দেহে দুজনকে গণপিটুনি, পিকআপে আগুন

রাকিব হাসান,মাদারীপুর প্রতিনিধি, মাদারীপুর

মাদারীপুরে পিকআপভ্যানে করে গরু নিয়ে পালানো সময় দুজনকে চোর সন্দেহে গণপিটুনি দিয়েছে উত্তেজিত জনতা। পরে গরুবহন করা ওই পিকআপভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয়। শুক্রবার সন্ধ্যার সদর উপজেলার পখিরা এলাকায় এ ঘটনা ঘটে।

গণপিটুনির শিকার গুরতর আহত দুজনকে পুলিশ উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেছেন। তবে তাৎক্ষণির দুজনের নাম পরিচায় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার মস্তফাপুর থেকে কয়েকটি গরু নিয়ে একটি পিকআপ ভ্যান শহরের থানতুলি এলাকায় আসে। তারা থানতুলি এলাকায় গরু বিক্রি জন্য ক্রেতাদের সঙ্গে দরদামও করে।

বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ সৃষ্টি হলে তারা গরু বিক্রেতাদের বিভিন্ন প্রশ্ন করে। পরিস্থিতি বোঝার আগেই ওই পিকআপভ্যানটি নিয়ে দুজন ব্যক্তি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয় কয়েকজন যুবক ওই পিকআপভ্যানটি ধাওয়া করতে থাকে। তারা পখিরা এলাকায় গিয়ে পিকআপভ্যানটি গতিরোধ করতে সক্ষম হন। এরপরেই স্থানীয় জনতা জড়ো হয়ে পিকআপভ্যানে থাকা দুজনকে চোর সন্দেহে গণপিটুনি দেয়। এ সময় তারা পিকআপভ্যানটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে গুরতর আহত ওই দুজনকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থালে পুলিশ পাঠিয়ে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ওই দুজনকে স্থানীয় উৎসক জনতা ব্যাপক মারধর করেছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031