১৭ই আগস্ট ২০২২ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২১
রাকিব হাসান, মাদারীপুর প্রতিনিধি:
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, খাদ্যে ভেজাল রোধ ও ভোক্তা-অধিকার বিরোধী কার্যক্রম প্রতিরোধকল্পে নিয়মিত তদারকির অংশ হিসেবে (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে মাদারীপুর জেলার সদর উপজেলার পুরান বাজারে মনিটরিং অভিযান পরিচালিত হয়।
অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, বীজ ও কীটনাশকের দোকান, খাবার হোটেল ও মসলার কারখানা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এসময় খাদ্যপন্যে ক্ষতিকর রঙের ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ, বিক্রির উদ্দ্যেশ্যে মেয়াদ উত্তীর্ণ খাদ্যপন্য, কৃষি পন্যের বীজ ও কীটনাশক প্রদর্শন সহ ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে ০৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সতর্কতামূলক প্রশাসনিক জরিমানা আরোপ করা হয়। এছাড়া করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপস্থিত জনসাধারণ মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে সচেতন করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুজন কাজীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন জেলা বাজার কর্মকর্তা মোঃ বাবুল হোসেন ও মাদারীপুর জেলা পুলিশের একটি টিম।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com