একে কাওসার, জেলা প্রতিনিধি, হবিগঞ্জ:
হবিগঞ্জের মাধবপুরে দ্রুতগামী পিকআপভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশা উল্টে শশী সবর (৬৫) নামে এক চা শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও ৬ জন আহত হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বেজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চা শ্রমিক শশী সবর সুরমা চা বাগানের ১০নং ডিভিশনের মৃত শম্ভু সবরের ছেলে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, সকালে একটি সিএনজি অটোরিকশা কয়েকজন যাত্রী নিয়ে তেলিয়াপাড়া থেকে উপজেলা সদরে যাচ্ছিল। ঢাকা-সিলেট মহাসড়কে বেজুরা এলাকায় পৌঁছালে একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে।
সংবাদটি শেয়ার করুন