২৫শে জানুয়ারি ২০২১ ইং | ১১ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৮ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০১৬
এসবিএন ডেস্কঃ সৃষ্টিগতভাবে মানুষ দয়াশীল। দয়া-মায়া আল্লাহ তাআলার বিশেষ গুণ। মানুষের জন্মের পরই মানুষের অন্তর শক্ত বা কঠিন হয় না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের মনও আস্তে আস্তে কঠিন হতে থাকে।
আর যে সকল কারেণে মানুষের অন্তর বা মন কঠিন হয়ে যায়, সে সকল কাজ থেকে বিরত থাকতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম দিক-নির্দেশনা দিয়ে গেছেন। যার কিছু এখানে তুলে ধরা হলো-
ক. তাফসিরে ইবনে মিরদুওয়াইতে এসেছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলো না। (বেহুদা অনর্থক ও ফাহেশা) বেশি কথা মানুষের অন্তরকে শক্ত করে দেয়। আর শক্ত অন্তর বিশিষ্ট ব্যক্তি আল্লাহ তাআলা হতে বহু দূরে থাকে। (তিরমিজি)
খ. হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, চারটি জিনিস (মানুষের) দুর্ভাগ্যের অন্তর্গত-
১. আল্লাহর ভয়ে চোখ থেকে অশ্রু প্রবাহিত না হওয়া;
২. অন্তর শক্ত হয়ে যাওয়া;
৩. (অতিরিক্ত) আশা বৃদ্ধি পাওয়া এবং
৪. (দুনিয়ার সম্পদের) লোভী হয়ে যাওয়া। (মুসনাদে বাযযার)
এ জিনিসগুলো মানুষের অন্তরকে কঠিন করে তোলে। আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়।
সুতরাং আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এ কাজগুলো থেকে হিফাজত করুন। আমিন।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766