টাইমস নিউজ
ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়ে সেখানকার চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার বেলা ১১টায় মার্কিন দূতাবাসে এ বৈঠক হয়।
সূত্রে জানা গেছে, ওই বৈঠকে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল একাই ছিলেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈঠক হয়েছে।
তবে কী বিষয় নিয়ে বৈঠক হয়েছে, কী কী আলোচনা হয়েছে- তা জানাতে পারেননি শায়রুল।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com