১০ই ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০১৬
এসবিএন ডেস্ক: মালয়েশিয়ায় ভূমিধসে কাশিম মুন্সি নামে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। ৩৮ বছর বয়সী ওই বাংলাদেশি প্লাস্টিকে তৈরি একটি ঘরের মধ্যে অবস্থান করছিলেন। আকস্মাৎ ভূমিধসে ঘরটি মাটির নিচে চলে যাওয়ায় নিহত হন তিনি। মালয়েশিয়ার পাহাড়ি এলাকা ক্যামেরন হাইল্যান্ডসে এ ঘটনা ঘটেছে। এখানে একটি ফার্মে কাজে নিয়োজিত ছিলেন কাশিম মুন্সি। খবর দ্য স্ট্রেইটস টাইমস’র
স্থানীয় অগ্নিনির্বাপণ অফিসের প্রধান মুহাম্মদ হাজিক হজমি জানান, স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটে তারা বিপদ সংকেত পাওয়ার পর ঘটনাস্থলে কর্মীদের পাঠান। সেখানে গিয়ে অনেকটা মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছে কাশিম মুন্সির লাশ। পরে তা স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয়রা বলেছেন, ওই বাংলাদেশি ওই স্থানে কাজে যোগ দেন দু দিন আগে। সেখানেই সবজির বাগান দেখার জন্য প্লাস্টিকে তৈরি ছোট্ট একটি ঘরে থাকার সিদ্ধান্ত নেন। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই ভূমিধস হয়। তাতে চাপা পড়েন কাশিম মুন্সি।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com