মাহফুজ আনাম জামিন পেয়েছেন

প্রকাশিত: ৭:৫৮ পূর্বাহ্ণ, মার্চ ১৪, ২০১৬

মাহফুজ আনাম জামিন পেয়েছেন

এসবিএন ডেস্কঃ ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম সোমবার গাজীপুর আদালত থেকে জামিন পেয়েছেন। চলতি বছর ১৭ ফেব্রুয়ারী দায়েরকৃত মানহানি মামলায় সোমবার সকালে গাজীপুর কোর্টে হাজিরা দিয়ে জামিনের আবেদন করলে তাকে জামিন দেওয়া হয়।

গাজীপুর জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আমানত হোসেন খাঁন ৫ কোটি টাকার মানহানি মামলাটি করেন। পরে আদালত অভিযোগ আমলে নিয়ে আসামীর প্রতি সমন জারি করেন।

মামলার বাদী গাজীপুর জেলা আওয়ামীলীগের ছাত্র বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আমানত হোসেন খাঁন বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে আসামী মাহফুজ আনাম তার সম্পাদনায় প্রকাশিত ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন প্রকাশ করেন।

এরই জেরে জনপ্রিয় এই নেত্রীকে দীর্ঘদিন কারাগারে রেখেছিল তৎকালীন মইনুদ্দিন-ফখরুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার।

লাইভ রেডিও

Calendar

November 2023
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930