ঢাকা ১৫ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি


মাহা বিজয় দিবস টেনিস টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

abdul
প্রকাশিত মার্চ ৩১, ২০১৬, ০৪:৪৮ অপরাহ্ণ
মাহা বিজয় দিবস টেনিস টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

সিলেট বাংলা নিউজ স্পোর্টস: সিলেট টেনিস ক্লাবের ব্যবস্থাপনায় ও মাহা’র পৃষ্ঠপোষকতায় ৫ম মাহা বিজয় দিবস টেনিস টুর্নামেন্ট-২০১৫ ইং এর পুরস্কার বিতরণী বুধবার রাতে অনুষ্ঠিত হয়।

সিলেট টেনিস কমপ্লেক্সে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমেদ।

জেলা প্রশাসক ও সিলেট টেনিস ক্লাবের সভাপতি মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার এমডি আল আমিন, এসএমপি কমিশনার মো. কামরুল আহসান, পুলিশ সুপার নুরে আলম মিনা পিপিএম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট টেনিস ক্লাবের সহ-সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম।

শেখ নাজমুল হকের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. সালাহ উদ্দিন আহমদ চৌধুরী, সিলেট লেডিস ক্লাবের সভানেত্রী মিতা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহীদুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ এস এম ফেরদৌস, সিলেট চেম্বারের সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ, দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েক, সিলেট টেনিস ক্লাবের সহ-সভাপতি সামুন মাহমুদ খান, সাধারণ সম্পাদক হামমাদ রব চৌধুরী, পল্লী বিদ্যুত সমিতি-১ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মাহবুবুল আলম, সিলেট চেম্বারের পরিচালক হিজকিল গুলজার, প্রকৌশলী আয়ুব আলী, সিলেট মেট্রোপলিটন চেম্বারের পরিচালক ইফতার হোসেন হুরায়রা, রামেন্দ্র কুমার সিংহ, শেখ নাজমুল হুদা, ইশফাক আহমদ ডেনী, সৈয়দ মহিউদ্দিন আহমদ, সৈয়দ রেজাউল হক, আকিকুর রহমান বাদশা।

এছাড়াও অনুষ্ঠানে সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

September 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930