সদরুল আইনঃ
মিয়ানমারের রাখাইন রাজ্যে মোখার প্রভাবে এ পর্যন্ত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিল্ডিংয়ের ছাদ ভেঙে মারা যায় বলে এপির প্রতিবেদনে বলা হয়েছে।
মিয়ানমারের রাখাইন রাজ্যের উপকূলে আঘাত করেছে ঘূর্ণিঝড় মোখা। রোববার (১৪ মে) বিকেলে এই তথ্য জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তর জানায়, অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা রোববার বিকেলে মিয়ানমারের উপকূল অতিক্রম করা শুরু করে।
এসময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ২০৯ কিলোমিটার। রাখাইন রাজ্যের রাজধানী সিটুয়ের কাছ দিয়ে ঘূর্ণিঝড়ের কেন্দ্র অতিক্রম করবে।
মিয়ানমারের স্থানীয় সময় আজ দুপুর সাড়ে ১২টা (বাংলাদেশ সময় ১২টা) পর্যবেক্ষণ অনুসারে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়েছে।
সংবাদটি শেয়ার করুন