১৭ই এপ্রিল ২০২১ ইং | ৪ঠা বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৭
বিভিন্ন ওয়েবসাইট থেকে মুক্তিযুদ্ধের তথ্য মুছে দিচ্ছে কুখ্যাত সাইবার অপরাধী শরীফ মোহাম্মদ মাসুম। ওয়েবসফট ইনফরমেশন এন্ড টেকনোলজি লি: এর পরিচালক পরিচয় দিয়ে ডোমেইন -হোস্টিং এর ব্যাবসা করে সে । শরীফ মাসুম বিভিন্ন ওয়েবসাইটের হোস্টিং করতে গিয়ে কৌশলে ডোমেইনের নিয়ন্ত্রন নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক তথ্য ধ্বংস করে দেয় । ডোমেইন জিম্মি করে অযৌক্তিক অর্থ দাবি করে । সাইবার অপরাধের কারণে বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনে প্রথমে তার সদস্য পদ স্থগিত করা হয় । পরবর্তীতে সংগঠন থেকে করা হয় বহিষ্কার । ঢাকা নিউজ ২৪ এর সম্পাদক লতিফুল বারী হামিম বলেছেন শরীফ মাসুম নিষিদ্ধ দলের সদস্য। মুক্তিযুদ্ধের সপক্ষের চালিত নিউজ পোর্টালগুলো ধ্বংস করাই শরীফ মাসুমের কাজ । তিনি আরো বলেন, শরীফ মাসুমের সাথে আমার কথা ছিল সে আমার পোর্টালের সাইটের হোস্টিং সহ সকল কাজ করে দেবে। কিন্তু সে কাজতো করেনি বরং আমার সাইটটাকে নষ্ট করে দিয়েছে। আপনিও যদি কোন পোর্টাল করেন, তার নিকট থেকে হোস্টিং নেন, তাকে দিয়ে কাজ করান, তাহলে আপনার সাথেও একই অবস্থা করবে। ক’দিন ভালো সম্পর্ক দেখিয়ে আপনার আর্কাইভ ধ্বংস করে দেবে। কিন্তু ধরেন যদি মাওলানা রফিকুল ইসলাম বা মাওলানা অমুক যদি করে তারটা কিছুই করবেনা। মূলকথা মুক্তিযুদ্ধ, স্বাধীনতা বিষয়ক কর্মকাণ্ড যেখানেই থাকবে সে ওই পত্রিকার সাথে ঘেষবে, মিশবে তারপর ওই পত্রিকার আর্কাইভ ধ্বংস করবে। সে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি হিসেবে কাজ করে। অনুসন্ধানে জানা গেছে শরীফ মাসুমের বিরুদ্ধে সাইবার অপরাধের অভিযোগ অনেক পুরনো ।তার বিরুদ্ধে রমনা থানায় একাধিক সাধারণ ডায়েরী হয়েছে । মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়,স্বরাষ্ট্র মন্ত্রনালয় ও তথ্য মন্ত্রণালয়ে করা হয়েছে লিখিত অভিযোগ ।
এর আগেও তার বিরুদ্ধে চুক্তি খেলাপের অভিযোগ করেছেন ভি নিউজ বিডি ডট কম এর সম্পাদক জয়ন্ত আচার্য ,নিউজ ২১বিডিডটকম এর সম্পাদক শরীফুল ইসলাম খান ডলার ,যুগপতডটকম এর সম্পাদক সুমন দে প্রমুখ ।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766