২৮শে ফেব্রুয়ারি ২০২১ ইং | ১৫ই ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০১ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০১৯
সড়ক ও সেতু মন্ত্রণালয়য়ের যুগ্ম সচিব আনোয়ার চৌধুরী বলেন,মহান মুক্তিযুদ্ধে ও বাংলাদেশের কথাসাহিত্যে শামসুদ্দীন আবুল কালাম অনেক বড় অবদান রেখেছেন । মানুষকে প্রেরণা যুগিয়েছে তাঁর সাহিত্যকর্ম। তিনি গতকাল শামসুদ্দীন আবুল কালামের জন্মদিন অনুষ্ঠান উদ্বোধন করতে গিয়ে একথা বলেন ।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. জাহিদা মেহেরুননেসা ।সভাপতি ছিলেন রেডটাইমসের প্রধান সম্পাদক সৌমিত্র দেব । বক্তব্য রাখেন রাজনীতিবিদ ও প্রকাশক জোনায়েদ সাকী , সৈয়দ সামসুল আরেফিন, হাসিনা হাসি প্রমুখ । জাহিদা মেহেরুননেসা বলেন,কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আবু সয়ীদ আইয়ুবের বাসায় থার্সডে এ্যাট সিক্স নামে নিয়মিত একটা সাহিত্য অনুষ্ঠান পরিচালিত হত । সেখানে দেশ বিভাগের ঠিক আগে মামা পথ জানা নাই পাঠ করে শোনান যাতে তিনি প্রশংসিত হন। পরে গল্পটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের পাঠ্য বিষয়ের অন্তর্ভূক্ত হয়। আমাদের ছোটবেলায় তাঁর লেখা মেঘনায় কত জল গল্পটি বাংলা শ্রুতলিপি হিসেবে পাঠ্যসূচিতে সিলেবাসে অন্তর্ভূক্ত ছিল ।তার আগে পাকিস্তান আমলে হাই স্কুলে তাঁর লেখা কলম নামে আর একটি ছোটগল্প পাঠ্য ছিল ।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766