১৫ আগষ্ট বেলা ১১ টার সময় জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলার আয়োজনে সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৭ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
জেলার সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন পারভেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জবরুল হোসেনের পরিচালনায় শুরতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন গোলাম কিবরিয়া। স্বাগত বক্তব্য রাখেন সন্তান কমান্ড সিলেট জেলার পাঠাগার ও মিলনায়তন সম্পাদক মাছুম আহমদ।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহিদ,সিলেট সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাজী শাকির আলী,নিউইয়র্ক মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান,মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলার আহবায়ক শাহীন আহমদ চৌধুরী নয়ন।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলার সহ সভাপতি আব্দুল কাদির,যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম,মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলার সদস্য সচিব বদরুল ইসলাম বুলবুল,যুগ্ন আহবায়ক মো: সাদিকুর রহমান।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সন্তান কমান্ড সিলেট জেলার সহ সভাপতি সারওয়ার আহমদ চৌধুরী,যুগ্ন সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ রাজু, সাংগঠনিক সম্পাদক শাহিন আহমদ,সহ সাংগঠনিক সম্পাদক মো: ইব্রাহিম আলী, আইন হিসাব ও নিরিক্ষা বিষয়ক সম্পাদক মো:ছাব্বির আহমদ,সদস্য শামীম আহমদ সুমন, ছাদউজ্জামান, দক্ষিন সুরমা উপজেলা সন্তান কমান্ডের সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন, সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, বীর মুক্তিযোদ্ধার সন্তান অনলাইন পোর্টাল জনতার ডাক এর সম্পাদক ও প্রকাশক মো: জসিম উদ্দিন,যুব কমান্ড সিলেট জেলার সদস্য মারজুল আলম লিটু প্রমূখ।
আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগষ্টের সকল শহিদদের
রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ জবরুল হোসেন। পরে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিককৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com