৩১শে মে ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, মার্চ ২৪, ২০২৩
মুক্তি পেয়েছে সঙ্গীত শিল্পী শর্মিলী চ্যাটার্জীর “আমি দূর হতে তোমারেই দেখেছি” শিরোনামের মিউজিক ভিডিও।
বৃহস্পতিবার (২৩ মার্চ ২০২৩) বিকাল ৫টায় ফার্মগেটের স্কাই রেষ্টুরেন্টে গানটির শুভ উদ্বোধন করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. ফরহাদ আমিন মিউজিক ভিডিওটির উদ্বোধন করেন।
উল্লেখ্য যে, “আমি দূর হতে তোমারেই দেখেছি” গানটি আবেদনময়ী ও সুরময়ী সঙ্গীত শিল্পী শর্মিলী চ্যাটার্জীর চতুর্থ মিউজিক ভিডিও। ইতিপূর্বে তিনি “মা তোমার জন্য ” “কতবার ভেবেছিনু” ও “দাড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে” শিরোনামে আরও তিনটি অসাধারণ মিউজিক ভিডিও উপহার দিয়েছেন। যা ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বিচক্ষণশীল দর্শক শ্রোতাদের মন জয় করতে সক্ষম হয়েছে।
ব্যক্তি জীবনে সঙ্গীত শিল্পী শর্মিলী চ্যাটার্জী আইন পেশার সাথে জড়িত। তাঁর স্বামী অ্যাডিশনাল ডিআইজি শ্যামল কুমার মুখার্জী। যিনি বাংলাদেশ হাইওয়ে পুলিশে কর্মরত আছেন।
গানটির গীতিকার প্রখ্যাত গৌরি প্রসন্ন মজুমদার। সুর কিংবদন্তি সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। মিউজিক এএইচ তূর্য। ভিডিওতে অভিনয় করেছেন শর্মিলী চ্যাটার্জী ও শ্যামল মুখার্জী। এমডি হেলাল উদ্দিন হাই এর প্রযোজনায় মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন এএইচ তূর্য। ইউটিউব চ্যানেল APS Entertainment bd তে দেখা যাচ্ছে গানটি। মুক্তির সাথে সাথে গানটি ইতিমধ্যে নেটদুনিযায় ব্যাপক সাড়া ফেলেছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com