১লা জুন ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৪ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০২৩
ক্যামেলিয়া আহমেদ
যান্ত্রিক বাতাস ছেড়ে
বেড়িয়ে যাই মুক্ত বাতাসের সন্ধ্যানে
বেড়িয়ে দেখি দুষিত বাতাস,বিশ্বাস ভঙ্গ হয়
যতবার চাই নতুন অধ্যায় তৈরি হোক
ততোবার মানবতায় নেমে আসে অন্ধকার
চারিদিক থেকে এগিয়ে আসে অজস্র দানবীয় ছায়া
সে ছায়া স্পর্শে অন্তর ব্যথাতুর
ক্ষোভে দ্রোহে দৃষ্টি বেয়ে রক্ত ঝরে
কষ্ট ঘোচাতে প্রজ্বলিত মোম হাতে এগিয়ে যাই
বন্ধ খিরকীর কাছে
যা খোলেনি কোনদিন
খোলেনি হৃদয়ের সিংহদ্বার
আলোর প্রবেশ ঘটেনি চাঁদ কিংবা সূর্যের
এ জন্মাভিশাপ বঞ্চনার মুক্তি পেতে
নিজ শর্তেই বেরোতে হয়
সকল সত্তাকে সম্যবোধে নন্দিত করতে
তখন কন্ঠে উচ্চারিত হবে মঙ্গলের ধ্বনি
বাতাস হবে জীবাণুমুক্ত
যে বাতাসের আশ্বাস চেয়েছিলো মানুষ
তারই খোঁজে বেড়িয়েছি অসুস্থ চেতনা ফেলে
চার দেয়ালে ভেতর কখনো মুক্তি মিলে না।
S | M | T | W | T | F | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com