১০ই ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৩
মুখোশ
সৌমিত্র দেব
আমার ভেতর বাস করে এক শিশু
নতুন নতুন কল্পনাতে বিভোর
ক্রুশের ব্যথায় কষ্ট পাওয়া যীশু
দুচোখ জুড়ে নামলো যে তার কি ঘোর ।
তোমরা যারা ব্যস্ত থাকো খুব
শুনতে চাওনা আমার কোন কথা
কাজের ভেতর দিচ্ছো শুধু ডুব
আমার মুখে শিশুর সরলতা ।
অবাক হলাম হঠাত করে জেনে
সবার মুখেই শিশুর ছবি আঁকা
কিন্তু তারা নেয় না সেটা মেনে
মুখটা তাদের মুখোশ দিয়ে ঢাকা ।
তখন থেকে গোপন করে হাসি
গোমড়া মুখে বৃদ্ধ সেজে থাকি
কপটতাই আমরা ভালোবাসি
মুখটাকে তাই মুখোশ দিয়ে ঢাকি ।
সৌমিত্র দেব : নব্বই দশকের অন্যতম কবি
Soumitra dev
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com