ঢাকা ৯ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


মুখ বেঁকিয়ে খোঁচা শ্রদ্ধার

redtimes.com,bd
প্রকাশিত জুন ১৩, ২০২৩, ০৮:৪৪ অপরাহ্ণ
মুখ বেঁকিয়ে খোঁচা শ্রদ্ধার
সদরুল আইন,বিনোদন ডেস্কঃ
সত্যিই কী আউট ছিলেন শুভমান গিল? ক্যামেরুন গ্রিন সঠিকভাবে শুভমানের ক্যাচ নিয়েছিলেন নাকি বল মাটি ছুঁয়ে ফেলেছিল?
 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের হারের আগে থেকেই এই প্রশ্নে সরগরম নেটদুনিয়া। অনেকেই থার্ড আম্পায়ারকে একহাত নিয়েছেন। মুখ বেঁকিয়ে আম্পায়ারকে খোঁচা দিতে ছাড়েননি বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরও।
ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের থার্ড আম্পায়ারকেই উদ্দেশ্য করেই ইনস্টাগ্রামে স্টোরি একটি পোস্ট করেছেন শ্রদ্ধা। ছবিতে ভেঙানোর ভঙ্গিতে মুখ বেঁকিয়ে রয়েছেন অভিনেত্রী।
আর একহাত দিয়ে ক্যামেরার সামনে কয়েকটি বাদাম এগিয়ে দিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আমি এই বাদামগুলো থার্ড আম্পায়ারকে দিলাম।’
শুভমানের আউট নিয়ে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও ক্ষুব্ধ ছিলেন। ঘটনার পরপরই এই আউট দেয়া নিয়ে আম্পায়ারের উপর ক্ষোভ প্রকাশ করেন তিনি। গিলের চোখে মুখেও স্পষ্ট হতাশা ধরা পড়েছিল।
এমনকি সে সময় মাঠে উপস্থিত দর্শকরা ‘চিট’, ‘চিট’ বলে চিৎকার শুরু করেন। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তকে বিদ্রুপ করেন মাঠে উপস্থিত ক্রিকেটপ্রেমীদের একাংশ।
প্রাক্তন ক্রিকেটারদের অনেকেও গিলের উইকেট নিয়ে সংশয় প্রকাশ করেছেন। রিকি পন্টিংয়ের মতো প্রাক্তনকে বলতে শোনা যায়, ‘বল গ্রিনের হাতে পৌঁছানোর সময় মাটির থেকে ছয় ইঞ্চি ফাঁকা ছিল।
কিন্তু সেটি যে ক্যাচ সম্পূর্ণ হওয়ার আগে মাটি স্পর্শ করেনি, সেটা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তাই রোহিত এবং গিলের হতাশা স্বাভাবিক।’
কুমার সাঙ্গাকারাও বলেন, ‘গ্রিনের আঙুল বলের নীচে থাকলেও বল মাটি স্পর্শ করেনি, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এমনও হতে পারে বল মাটি ছোঁয়ার জন্যই গ্রিন ভালোভাবে বল ধরতে পেরেছে। এসব ক্ষেত্রে সচরাচর আম্পায়াররা আউট দেন না।’

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031