ঢাকা ১৭ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি


মুঠো করি স্বপ্ন

redtimes.com,bd
প্রকাশিত নভেম্বর ২২, ২০১৭, ০২:৪৭ পূর্বাহ্ণ
মুঠো করি স্বপ্ন

 শিল্পী মাহমুদা

খোলা নি:শ্বাস ,
চেনা চেতনায় আছে অগাধ বিশ্বাস ।

তরঙে উচ্ছলে চঞ্চল জীবন ,
স্পর্শ পেলে হবে প্রাণ খুলে মরণ ।

প্রানে ফুটে ওঠে তোমাতেই চঞ্চলার বন ,
আকুলতায় থাকে সারাবেলা প্রাণবন্ত মন ।

শুধু সময় বদলায় জীবনের কুয়াশায় ,
উদাত্ত প্রানে প্রত্যয়ী ডানা মেলে ডাকে আমায় ।

কল্পনায় জীবন করে দেয় রুপসী ,
মাতাল করা ভালবাসার প্রত্যাশী ।

সেইতো একমাত্র প্রাণ খুলে চাওয়া ,
শব্দহীন না বলা কথা আর তোমাকে পাওয়া ।

রোদহীন উদ্ভাসে ভেসে ,
নিশ্চুপ করো কাছে এসে ।

মুঠো করে অজানা স্বপ্ন আসে জীবনে ,
জ্বলজ্বলে চেতনার ভুবনে ।

মনে হয় সদ্য ফোঁটা কোন ফুলে ,
তুমি নিজ হাতে তুলে নিলে ।

অবুজ প্রেমে ফুটা চিরকুট ,
এ বন্ধ্যন কেন যেন অটুঁট  ।

সংবাদটি শেয়ার করুন

September 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930