এসবিএন ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মুদ্রা পাচার মামলায় নতুন করে সমন জারির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে সমনের বিষয়টি জানিয়ে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে নির্দেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চ এই আদেশ দেয়। হাইকোর্টে এ মামলার পরবর্তী দিন রাখা হয়েছে ১৪ ফেব্রুয়ারি।
দুদকের পক্ষে আজ আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। অপরদিকে তারেক রহমানের পক্ষে ছিলেন রাগীব রউফ চৌধরী।
সংবাদটি শেয়ার করুন