১৫ই এপ্রিল ২০২১ ইং | ২রা বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৭
সাবেক এমপি মুরাদ জং এর মাতা সৈয়দা লুৎফননাহার গুরুতর অসুস্থ। তিনি বর্তমানে ব্যাংককে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ।আগামীকাল তার শরীরে কেমো দেওয়া শুরু হবে। সাভারে আওয়ামীলীগ এর অন্যতম প্রতিষ্ঠাতা সাবেক এমপি এবং বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর আনোয়ার জং এর সহধর্মিণী সৈয়দা লুৎফননাহার বেশ কিছু দিন থেকে অসুস্থ। রেড টাইমস ডট কম.বিডি কে দেওয়া এক সাক্ষাতকারে সাবেক এমপি মুরাদ জং তার মায়ের জন্য সাভার ও আশুলিয়াসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি জানান,১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর তার কাছের মানুষ আনোয়ার জং কে ২৬শে আগস্ট রাতে নিজ বাড়ি থেকে ধরে নিয়ে গিয়েছিল বিপথগামী সৈনিকেরা । এবং জাতীয় চার নেতার সাথে একই কারাগারে আটক রেখেছিল তাকে । সেই দুঃসময়ে সৈয়দা লুৎফননাহার ভয় পান নি । স্বামীর অনুপস্থিতিতে দল গুছিয়েছেন । এই মহীয়সী নারীদের অবদান অনেকেই ভুলে যেতে চান ।কিন্তু সাধারন মানুষ তা কখনো ভুলে না ।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766