৭ই মার্চ ২০২১ ইং | ২২শে ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০১৯
আজ ১২ জানুয়ারি রোজ শনিবার সন্ধ্যা ৬টায়, সিলেটে সাংস্কৃতিক সংগঠন মৃত্তিকায় মহাকাল থেকে অব্যাহতি নিল ৫জন সদস্য।সাংগঠনিক অসংগতি, নীতিগত মতানৈক্যতা, ব্যক্তিগতভাবে অপমান ও সাংগঠনিক স্বাধীনতা না থাকায় অনেকদিন সহ্য করে আর না পেরে তারা শেষমেষ অব্যাহতিনেয়।
মৃত্তিকায় মহাকালের মুখ্য নির্বাহী সৈয়দ সাইমূম আনঞ্জুম ইভানকে সরাসরি জানালে উনার সম্মতিক্রমে মৃত্তিকায় মহাকালের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের কাছেলিখিত অব্যাহতিপত্র দিয়ে অব্যাহতি নিয়েছে প্রতিষ্ঠাতা সদস্য রুবেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিদ খান ফরহাদ, অর্থ সম্পাদক পাপিয়া রাণী রায়, কার্যনির্বাহীসদস্য চৈতি রাণী দেবনাথ ও সদস্য তমাল রায়।তাদের মধ্য থেকে প্রতিষ্ঠাতা সদস্য রুবেল আহমেদ বলেন, আজ থেকে সাংগঠনিক সকল দায়িত্ব ও সদস্য পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছি আমরা এখন থাকে যে কোনপ্রকার সাংগঠনিক সম্পর্কের অবসান ঘটলো। সেই সাথে মৃত্তিকায় মহাকালকে শুভকামনা জানায় তারা। অব্যাহতি পত্রের অনুলিপি সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট-এ অবগতির জন্য জমা দেওয়া হবে।
উল্লেখ্য, মৃত্তিকায় মহাকাল থেকে বেশ কয়েকজন অব্যাহতি নেয় বলে জানা যায়। – বিজ্ঞপ্তি।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766