ঢাকা ১৭ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি


মেঘে মেঘে আঘাত পেয়ে

redtimes.com,bd
প্রকাশিত জানুয়ারি ৫, ২০১৮, ০৪:১৮ অপরাহ্ণ
মেঘে মেঘে আঘাত পেয়ে

শবনম চৌধুরী

কতটুকু খুঁড়লে হৃদয় তাকে বলে ভালোবাসা
কতখানি ছুঁয়ে দিলে তাকে বলে কাছে আসা
আস্তো একটা সূর্য পেলে দূর হবে কি সকল আঁধার
আর কতটা রাত পেরুলে ভোরের আলো মিলবে আবার
মেঘে মেঘে আঘাত পেয়ে বিদ্যুৎ কেনো বৃক্ষ পোড়ায়
সেইতো গলে মেঘ ঝরে যায় বৃষ্টি নামের জলের ধারায় !
পুড়লে হৃদয় অভিমানে চোখের ভেতর উথলে সাগর,
নোনা জলে বইয়ে প্লাবন নেভেনা কেনো ব্যথার নহর ?

আগুনবরণ পারিজাতেরা একলা শ্যামার সুরের মায়ায়,
উদাস দুপুরে কোন খেয়ালে ঠিক ওখানে থমকে দাঁড়ায়
পথ ভোলা এক পথিক কেনো শ্যামার প্রেমে সন্যাস ধরে
পারিজাতের শেকড় ছুঁয়ে সেই ছায়ায় কেনো বসত গড়ে

কার ছোঁয়ায় কার প্রাণ মেতেছে, কোন জলে কে নিখোঁজ —
কার প্রেমে কে মজলো কখন, কে রাখে তার খোঁজ !!
ভালোবাসা, কাছে আসা, সবকিছুই মায়ার নেশা,
মায়ায় মরে মায়ার খেলা, তবু মায়ায় বাঁধে বাসা !

বৃক্ষ পুড়ুক চমকে চমকে, মানুষ পুড়ুক ঝলকে ঝলকে, বিদ্যুতের কী দায় !
উথলে সাগর ভাসলে দু’চোখ, পোড়া হৃদয়ের অগ্নিশিখা নেভে কি সেই ধারায় ?

সংবাদটি শেয়ার করুন

September 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930