আগুনবরণ পারিজাতেরা একলা শ্যামার সুরের মায়ায়,
উদাস দুপুরে কোন খেয়ালে ঠিক ওখানে থমকে দাঁড়ায়
পথ ভোলা এক পথিক কেনো শ্যামার প্রেমে সন্যাস ধরে
পারিজাতের শেকড় ছুঁয়ে সেই ছায়ায় কেনো বসত গড়ে
কার ছোঁয়ায় কার প্রাণ মেতেছে, কোন জলে কে নিখোঁজ —
কার প্রেমে কে মজলো কখন, কে রাখে তার খোঁজ !!
ভালোবাসা, কাছে আসা, সবকিছুই মায়ার নেশা,
মায়ায় মরে মায়ার খেলা, তবু মায়ায় বাঁধে বাসা !
বৃক্ষ পুড়ুক চমকে চমকে, মানুষ পুড়ুক ঝলকে ঝলকে, বিদ্যুতের কী দায় !
উথলে সাগর ভাসলে দু’চোখ, পোড়া হৃদয়ের অগ্নিশিখা নেভে কি সেই ধারায় ?