১৯শে আগস্ট ২০২২ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
এসবিএন: সিলেট নগরীর মেজরটিলা শ্যামলী আবাসিক এলাকায় ৩ দিনের মাথায় এসএমপির শাহপরান থানাস্থ অত্র এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে।
শনিবার ভোর রাতে ১০/১২ জনের মুখোশধারী এক দল ডাকাত শ্যামলী আবাসিক এলাকায় আব্দুল মালিক চৌধুরী বাসার ভেন্টি লিটার ভেঙ্গে মোবাইল ফোন ও লেপটপ, নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় ৪ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদশন করেছেন শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন।
প্রতিবেশী নওশাদ জানান, শনিবার ভোর ৪টা দিকে ডাকাতদল ভেন্টিলিটার ভেঙ্গে গহরপুরি বাসায় প্রবেশ করে। জানা যায়, ৫ ভরি স্বর্ণলংকার ২টি মোবাইল ফোন সেট নিয়ে গেছে ডাকাতদল।
এ বিষয়ে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, আমি স্থানীয় লোকজনসহ বাসার মালিকের সাথে কথা বলেছি, এই বিষয়ে তদন্ত অব্যাহত আছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com