সিলেট ডেস্ক:
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বড় ব্যবধানে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।
তাঁর বিজয়ের পর বুধবার (২১জুন) রাতে নগরের মির্জাজাঙ্গাল রোডস্থ নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনী প্রধান কার্যালয়ে উচ্ছ্বসিত ছিলেন নেতাকর্মীরা।
রাতেই নগরজুড়ে আনন্দ উল্লাস করেন তার অনুসারীরা।
নির্বাচিত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান ও সম্প্রীতি বাংলাদেশ এর সদস্য সচিব অধ্যাপক ডা.মামুন আল মাহতাব (স্বপ্নীল)।
নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ১ লাখ ১৯ হাজার ৯৯১ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন।
তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির লাঙল প্রতীকের নজরুল ইসলাম বাবুল পেয়েছেন ৫০ হাজার ৮৬২ ভোট।
সংবাদটি শেয়ার করুন