এসবিএন ডেস্ক:
মেলর্বোন টেস্টে প্রথম ইনিংসে ফল-অনে না দিয়ে অস্ট্রেলিয়া আবার দ্বিতীয় ইনংস শুরু করে। তৃতীয় দিনের খেলা শেষে অস্টেলিয়া ৩ উইকেট হারিয়ে করেছে ১৭৯রান। ফলে অস্ট্রেলিয়া এখন এগিয়ে আছে ৪৫৯ রানে। এর আগে ওয়েস্ট ইন্ডিজ গতকালের ৬ উইকেটে ৯১ রান নিয়ে খেলতে নেমে ব্রাভো ও ব্রেথওয়েটের হাফ সেঞ্চুরির সুবাদে ২৭১ রানে অলআউট হয়। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে প্যাটিনসন ৪, লেয়ন ৪ ও সিডল ২ উইকেট পেয়েছেন। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৩ উইকেটে ৫৫১ রান করে ইনিংস ঘোষণা করে। কাল খেলার চতুর্থ দিন। ধারনা করা হচ্ছে কাল এক ঘন্টা ব্যাটিং করেই অস্ট্রেলিযা ইনিংস ঘোষণা করবে। হয়তোবা স্মিথ কাল পেয়ে যাবে এ বছরের ৭ম সেঞ্চুরি। স্মিথ অপরাজিত আছেন ৭০ রানে। দেখার বিষয় ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংসে কতটা প্রতিরোধ গড়তে পারে। প্রথম টেস্টে জিতে অস্ট্রেলিযা ১-০ ম্যাচে এগিয়ে আছে।
সংবাদটি শেয়ার করুন