ঢাকা ২০শে সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি


মোট ১১টি প্রকল্প বাস্তবায়ন করছে তথ্য মন্ত্রণালয়

redtimes.com,bd
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০১৮, ০১:৫৭ পূর্বাহ্ণ
মোট ১১টি প্রকল্প বাস্তবায়ন করছে তথ্য মন্ত্রণালয়

 

তথ্য মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা সভা আজ সচিবালয়ের মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু’র সভাপতিত্বে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদ, প্রধান তথ্য অফিসার কামরুন নাহার, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস. এম. হারুন অর রশীদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় নেন।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এসময় মন্ত্রণালয়ের চলমান প্রকল্পগুলো নির্ধারিত সময়ে সুষ্ঠু বাস্তবায়নের নির্দেশ দেন। তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম প্রকল্পগুলোর ত্রুটিহীন বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করে বিষয়ভিত্তিক পরামর্শ প্রদান করেন।

৫০ হাজার ৮৪৪ লক্ষ টাকা ব্যয়ে বাংলাদেশ বেতারের ৪টি, বাংলাদেশ টেলিভিশনের ৩টি, বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি’র প্রথম পর্ব, তথ্য ভবন নির্মাণ, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে ডিজিটাল যন্ত্রপাতি স্থাপন এবং শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রমসহ চলতি অর্থবছরে মোট ১১টি প্রকল্প বাস্তবায়ন করছে তথ্য মন্ত্রণালয়।

সংবাদটি শেয়ার করুন

September 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930