১৪ই এপ্রিল ২০২১ ইং | ১লা বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০১৭
সিলেট ৭১ নিউজ :শরীয়তপুরে মোবাইল ফোনের চার্জার বিস্ফোরিত হয়ে আগুনে দুটি ঘর পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাতে জেলার পৌর এলাকার দক্ষিণ বিলাসখান গ্রামের আ. রহিম মৃধার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় ঘরে থাকা ২ লাখ ১০ হাজার টাকা ও আসবাবপত্রসহ যাবতীয় মালামাল পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় গৃহকর্তা ও তার স্ত্রী বাড়িতে ছিলেন না। রিফাত নামে তাদের ১৪ বছরের ছেলে ঘরে তালা দিয়ে এশার নামাজ পড়তে পার্শ্ববর্তী মসজিদে যায়।
নামাজ শেষে ফেরার সময় বাড়ির কাছে আসতেই ঘরের ভেতরে বিস্ফোরণের আওয়াজ শুনে দেখে ঘরে আগুন লেগেছে।
পরে স্থানীয় লোকজন আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় শরীয়তপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে বাড়িতে ঢোকার রাস্তা না থাকার কারণে ফিরে আসে। ততক্ষণে দুটি ঘর পুড়ে যায়।
এ ব্যাপারে রহিম মৃধা বলেন, আমরা বাড়িতে ছিলাম না। আমার ছোট ছেলে বাড়িতে ছিল। সে নামাজ পড়তে যাওয়ার পর ঘরের ভেতরে মোবাইল চার্জার বিস্ফোরিত হয়ে আগুন লাগলে আমার সব কিছু পুড়ে যায়।
শরীয়তপুর ফায়ার সার্ভিসের রিডার মো. আলী আহম্মেদ মুন্সি বলেন, আগুনের খবর পেয়ে সেখানে যাই। কিন্তু বাড়িতে গাড়ি ঢুকতে রাস্তা না থাকার কারণে ঘটনাস্থলে যেতে পারিনি। ততক্ষণে দুটি ঘর পুড়ে গেছে।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766