টাইমস নিউজ
শেখ হাসিনার পদত্যাগের পর দেশের অধিকাংশ সরকারি স্থাপনায় হামলা চালায় দুর্বৃত্তরা । বিশেষ করে বেশিই হামলা চালানো হয় থানাগুলোতে। তাদের হাত থেকে রক্ষা পায়নি রাজধানীর মোহাম্মদপুর থানাও। এটিতে আগুন জ্বালিয়ে দেয় তারা। সেখানে কোন সাধারণ ছাত্রকে দেখা যায় নি ।
মঙ্গলবার (৬ আগস্ট) সরেজমিনে মোহাম্মদপুর থানায় গিয়ে দেখা যায়, তাদের আক্রোশে মোহাম্মদপুর থানা এখন শুধু একটি ধ্বংসস্তূপের নাম। ভবনটি ছাড়া এর কোনো কিছুই আর এখন আর অবশিষ্ট নেই, পড়ে রয়েছে কেবল পোড়া কঙ্কাল!
থানার ভেতরে পুরোটাই অন্ধকার। তবে হালকা আলোতে দেখা যায়, সবকিছুই লন্ডভন্ড। ওসির রুম থেকে শুরু করে সবগুলো রুমে ভাঙচুর চালানো হয়েছে। ভেতরে থাকা সেসব ধ্বংসস্তূপ থেকে অনেকেই আবার নানান জিনিস সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। তারা পুলিশকে গালিগালাজ করতে করতে থানা থেকে বিভিন্ন জিনিস নিয়ে যাচ্ছেন।
সংবাদটি শেয়ার করুন