এসবিএন: স্কুল শিক্ষার্থীদের জন্য পাঁচশত পঞ্চাশ লাইনের মুক্তিযুদ্ধের গীতিকাব্য ও বাল্য বিবাহ প্রতিরোধ মুলক প্রচারনা পরিবেশন করলো মৌচাক সংগঠন।
এসময় মুক্তিযুদ্ধের ইতিহাস, শিক্ষা, বাল্য বিবাহের প্রতিরোধ মুলক হাতে লেখা বিভিন্ন হ্যান্ডবিল শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
২০০৫ সালে ২৫ জানুয়ারী সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশে ৪০ জন পেশাজীবিকে নিয়ে স্কুল শিক্ষক রাশেদ আহমদ ‘মৌচাক’ নামক স্বেচ্ছাসেবী সংগঠণের আত্ম প্রকাশ ঘঠে।
বুধবার দুপুর ১২টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন শাহজালাল ইউনিভার্সিটি স্কুল, সিলেট এর ক্যাম্পাসে ঘন্টাব্যাপী শিক্ষা ও বিনোদন মূলক এই অনুষ্ঠানে সিলেটের আঞ্চলিক ভাষায় মৌচাক’র প্রতিষ্ঠাতা পরিচালক রাশেদ আহমদের উপস্থাপনায় গানে গানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বলা হয় ‘পাঁচশত পঞ্চাশ লাইনের মুক্তিযুদ্ধের গীতিকাব্য শিরোনামে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের বিভিন্ন ইতিহাস পরিবশেন করে ‘মৌচাক’।
অুনষ্টানের শেষাংশে দর্শক পর্বে প্রতিযোগীতায় বিজয়ী ৪ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার হিসাবে শিক্ষা উপকরন তুলে দেন শিক্ষা প্রতিষ্টানের প্রধান শিক্ষক।
অনুষ্টানে বাউল গান পরিবেশন করেন মাছুম আহমদ। প্রচারনার যাবতীয় ব্যায় রাশেদ নিজেই বহন করেন। তার সাথে সহকারী হিসেবে রয়েছেন সংগঠনের সদস্য আযাদ, সোহাগ, সাদিক, সাজ্জাদ, মাছুম, সোয়েব, ছালেহ সহ আরো অনেকে।
সংবাদটি শেয়ার করুন