ঢাকা ১৩ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


মৌলভীবাজারকে আমি ভালোবাসি ও শ্রদ্ধা করি -পরিকল্পনামন্ত্রী

redtimes.com,bd
প্রকাশিত মে ২৪, ২০২৩, ০৬:২০ অপরাহ্ণ
মৌলভীবাজারকে আমি ভালোবাসি ও শ্রদ্ধা করি -পরিকল্পনামন্ত্রী

রেডটাইমস নিউজ ডেস্ক মৌলভীবাজার:

আমি মৌলভীবাজারকে ভালোবাসি শ্রদ্ধা করি অবশ্যই এই দাবিগুলো আমি উত্থাপন করব। আমাদের হাতে অনেক তালিকা রয়েছে আমি অচিরে এই কাগজপত্র তুলে ধরব আমি হলাম ক্যাবিনেটের একজন পেশকার বড় কর্মকর্তা হলেন প্রধানমন্ত্রী মৌলভীবাজার জেলার উন্নয়ন ও আমাদের করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, করোনা ভাইরাসের কারণে সারা দুনিয়ায় অস্থিরতা বিরাজ করছে। বর্তমানে আমরা সামান্য আর্থিক চাপে আছি। তবে ভয় পাবেন না। করোনার আগে যে পর্যায়ে ছিলাম আমরা সেই পর্যায়ে নেই। এজন্যই আপনারা মাঝে মাঝে অনুভব করেন উন্নয়নের গতি থেমে গেছে। আমরা অচিরেই এই গতি বাড়িয়ে উন্নয়ন অর্জন করতে পারবো, হাতের কাজগুলো সম্পন্ন করতে পারবো। আরও অনেক কাজ বাকি আছে।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, মার্কিনীরা এ দেশ চালায় না। অনেক দেশই বন্ধু, তবে বিদেশিদের কথায় কিছু যায় আসে না। এ সরকার কারও পেছনে দৌড়ায় না।

মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার রাজনগর -৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি , সংরক্ষিত নারী সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি , পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, পৌরসভার মেয়র আলহাজ্ব মো. ফজলুর রহমান ও সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন,জেলা আওয়ামীলীগের সদস্য মো: সাইফুর রহমান বাবুল, এম এ রহিম শহিদ সিআইপি প্রমুখ।

পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, হাওরের জলাভূমিতে, চরে, উপকূলে সাবধানে কাজ করতে হবে। হাওরে বাঁধ নির্মাণ করলে পানি চলাচলে বাধাগ্রস্ত হয়। এতে পানি বাড়ি-ঘরে উঠে যায়। হাওরের পরিবেশ রক্ষার ব্যাপারে প্রশাসন নিয়মিত তদারকি করছে। আমাদেরও সচেতনতার অভাব আছে।

মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় চাই’ ওয়াল্ড ওয়াইড ক্যাম্পেইন গ্রুপের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তারা মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও মনু নদীর উপর বিকল্প সেতু নির্মাণের দাবি জানান। মন্ত্রী দাবিগুলো পূরণের আশ্বাস দেন।

পরে মন্ত্রী মৌলভীবাজারের স্থানীয় দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকা অফিস ও সদর মডেল থানা পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031