মৌলভীবাজারের কমলগঞ্জে মদসহ আটক- ১

প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৩

মৌলভীবাজারের কমলগঞ্জে মদসহ আটক- ১

এস এম এবাদুল হক  কমলগঞ্জ প্রতিনিধিঃ

 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগান ঠাকুর টিলা পুলিশের বিশেষ অভিযানে ৫০ লিটার চোলাই ও ৯৫ লিটার ওয়াশ সহ বিমল চার্ষা (৩৫) নামে একজনকে আটক করা হয়েছে।

 

সোমবার ২৩ জানুয়ারি সন্ধ্যা ৬ টায় শমশেরনগর চা বাগানের ঠাকুর টিলা বিমল চার্সা রান্নাঘর থেকে মদসহ আটক করে পুলিশ।

 

পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর চা বাগান ঠাকুর টিলা থেকে ৫০ লিটার দেশীয় চোলাই মদ ও ওয়াশ সহ বিমল চার্ষাকে হাতেনাতে আটক করা হয়। সে শমশেরনগর চা বাগানের ঠাকুর টিলা অরুণ চার্ষার ছেলে।

 

শমশেরনগর ফাঁড়ির উপপরিদর্শক সোহেল রানা,এ এস আই এনামুর হক, এ এস আই বাবুল সঙ্গী ফোর্স সহ ৫০ লিটার চোলাই মদ ও ৯৫ লিটার ওয়াশ সহ একজনকে আটক করা হয়েছে।

 

শমশেরনগর ফাঁড়ির উপপরিদর্শক সোহেল রানা এই বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কমলগঞ্জ থানায় আসামীর বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

 

লাইভ রেডিও

Calendar

May 2023
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031