রেডটাইমস নিউজ ডেস্ক মৌলভীবাজারঃ
মৌলভীবাজারের জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম সোনিয়া সুলতানাকে জুড়ী থেকে প্রত্যাহার করে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
এ বিষয়ে গত ১০ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় (প্রেষণ-২ শাখা) থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়- বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) বেগম সোনিয়া সুলতানা, উপজেলা নির্বাহী অফিসার, জুড়ী, মৌলভীবাজারকে বর্তমান পদ ও কর্মস্থল থেকে প্রত্যাহারপূর্বক চার্জ অফিসার, সিলেট পদে পদায়নের লক্ষ্যে তাঁর চাকুরি ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সংবাদটি শেয়ার করুন