রেডটাইমস নিউজ ডেস্ক মৌলভীবাজার:
মৌলভীবাজারে প্রথমবারের মতো আন্তর্জাতিক ইয়োগা দিবস উদযাপন করা হয়েছে৷ বুধবার (২১ জুন) মৌলভীবাজার জেলা পরিষদের হল রুমে ইয়োগা দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান।
জানা যায়, এ বছর বাংলাদেশ ইয়োগা এসোসিয়েশন এর নির্বাচন অনুষ্ঠিত হবার সম্ভাবনা রয়েছে। এদিকে আলহাজ্ব মিছবাহুর রহমান মৌলভীবাজার ক্রীড়া সংস্থা হতে এডভোকেট উমায়রা ইসলাম কে কাউন্সিলর মনোনীত করে পাঠান বাংলাদেশ ইয়োগা এসোসিয়েশন এ।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র এডভোকেট শান্তিপদ ঘোষ ও বিশিষ্ট ব্যবসায়ী লন্ডন চেম্বার অব কমার্স এর সদস্য জনাব মুহাইমিন সহ অনেকেই।
আলহাজ্ব মিছবাহুর রহমান বলেন, ইয়োগা চর্চার মাধ্যমে আমরা আত্মিক প্রশান্তি লাভ করতে পারি। এমনকি মানুষ হিসেবে সুশৃঙ্খল ও সুস্থ জীবনযাপনের জন্য ইয়োগা চর্চা কার্যকর বিষয়। শারীরিক সুস্থতা কিংবা মানসিক প্রশান্তির জন্য ইয়োগা খুবই কার্যকর বিষয়। বিশ্বব্যাপী ইয়োগা গুরুত্বের সাথে চর্চিত হলেও আমাদের দেশে ইয়োগা চর্চার সেরকম পরিবেশ এখনো তৈরি হয়নি। আন্তর্জাতিক ইয়োগা দিবস উদযাপিত হয়েছে৷ আমরা শিক্ষার্থীদের জন্য প্রতি সপ্তাহে অন্তত এক দিন করে ইয়োগা সেশন আয়োজন করার পরিকল্পনা করার চেষ্টা করছি।
উল্লেখ্য ২০১৫ সালে প্রথমবারের মতো বিশ্বব্যাপী আন্তর্জাতিক ইয়োগা দিবস উদযাপিত হয়েছে৷ এবছর ৯ম বারের মতো বিশ্বব্যাপী দিবসটি উদযাপিত হচ্ছে।
সংবাদটি শেয়ার করুন