মৌলভীবাজারে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৩

মৌলভীবাজারে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
কপিল দেব:
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ রোববার বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালন করা হচ্ছে আন্তর্জাতিক প্রবীণ দিবস।“সর্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্যে প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভূমিকা”এই প্রতিপাদ্য নিয়ে ৩৩তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৩ পালিত হয়েছে।
আজ রোববার  (১লা অক্টোবর) জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ৩৩তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
এসময় র‌্যালীতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান,জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: হাবিবুর রহমান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা চন্দন কুমার পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন দেবনাথ প্রমূখ।
এসময় জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বলেন, প্রবীণ নাগরিকদের প্রতি সংবেদন ও শ্রদ্ধাশীল হতে হবে। যাদের শ্রম,মেধা, অভিজ্ঞতা দেশ গড়ার ক্ষেত্রে অবদান রেখেছে,তাদের প্রতি দায়িত্ব পালন আজ সবার নৈতিক দায়িত্ব।নাগরিকদের মর্যাদা, অগ্রাধিকারসহ সুযোগ-সুবিধার ক্ষেত্রে সরকার নানা কার্যকর পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি সরকারি চাকরিজীবীর বাইরে সর্বজনীন পেনশন ভাতা প্রবর্তন করেছে সরকার।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

December 2023
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31