মৌলভীবাজারে গণহত্যা দিবসে গণকবরে শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৩

মৌলভীবাজারে গণহত্যা দিবসে গণকবরে শ্রদ্ধা নিবেদন
কপিল দেব:
মৌলভীবাজারে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফুলদিয়ে শ্রদ্ধা জানানোসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার ২৫ মার্চ সকাল সাড়ে ১০টায় শহরের শাহ্ মোস্তফা সড়কের পাশে গনকবরের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মৌলভীবাজার রাজনগর -৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি, জেলা প্রশাসন, জেলা পরিষদ, জেলা পুলিশ, মৌলভীবাজার পৌরসভা, মুক্তিযোদ্ধা ইউনিট, এছাড়াও উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তিবর্গ,গন্যমান্য ব্যক্তিবর্গ,এ সময় পুষ্পস্তবক অর্পন করেন ।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদের সঞ্চালনায় এবং জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি।
এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক জেলা কমান্ডার জামাল উদ্দিন, ,পৌর মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল,উপপরিচালক, স্থানীয় সরকার মল্লিকা দে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শাহীনা আক্তার, সিনিয়র সহকারী কমিশনার (ভূমি অধিগ্রহণ শাখা ও রেকর্ডরুম) মীর রাশেদুজ্জামান রাশেদ, সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব শাখা ও টি সেল) সুকান্ত সাহা, জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান ,জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মোছাঃ শাহীনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আব্দুল হক, অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) মোঃ মহসিন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন,অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ মলি আক্তার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাওন মজুমদার সুমন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সোহাগ মিলু, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অন্তরা সরকার অদ্রি, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজস্ব মুন্সিখানা, জেএম ও ফ্রন্টডেস্ক) ঊর্মি রায়, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (গোপনীয় শাখা, পর্যটন শাখা,পর্যটন সেল ও সীমান্ত সেল) মোঃ বেলায়েত হোসেন প্রমূখ।
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ জ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগন।
আলোচনা সভা শেষে মোনাজাত করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

June 2023
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930