২৩শে জানুয়ারি ২০২১ ইং | ৯ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০
সানজিদা তমা
মৌলভীবাজার-শ্রীমঙ্গল-সিলেটে ঘুরতে আসা ভ্রমন পিপাসু পর্যটক বন্ধুদের জন্য পর্যটন জেলা মৌলভীবাজারে চালু হয়েছে ‘হলি ফ্যামিলি রেস্ট হাউস এন্ড সুইমিং জোন’।
নিরাপদ পরিবেশে পরিবারের সবাইকে নিয়ে বা একা অবসরযাপনের জন্য এই রেস্ট হাউস হতে পারে আপনার প্রথম পছন্দ।
আপনাদের জন্য রুম আছে ৬টি।
প্রতি রুমের ভাড়া:
১. ভিভিআইপি রুম ২টি – ৫০০০ টাকা করে প্রতিটি।
২. ভিআইপি রুম ৩টি – ৪০০০ টাকা করে প্রতিটি।
৩. বিজনেস ক্লাস ১টি – ৩০০০ টাকা।
এখানে আপনাদের জন্য যা যা সুবিধা রয়েছে …
১. সুইমিং পুল।
২. তিন বেলা ঘরোয়াভাবে তৈরি খাবার (চাহিদা মতো)।
৩. ওয়াইফাই সুবিধা।
৪.গরম পানির ব্যবস্থা।
৫. বারবিকিউ করার ব্যবস্থা।
৬. গাড়ি পার্কিংয় সুবিধা।
৭. সার্বক্ষণিক নিরাপত্তা।
৮. পর্যটন কেন্দ্রে যাওয়ার জন্য ট্রান্সপোর্ট ব্যবস্থা (প্রয়োজনে)।
৯. পর্যটন কেন্দ্র ঘুরিয়ে দেখানোর জন্য গাইডের ব্যবস্থা (প্রয়োজনে)।
১০. চাইলে একই পরিবারভূক্ত আলাদা আলাদা ৬ পরিবার সবাই একসঙ্গে পুরো রেস্ট হাউজ ভাড়া নিয়ে পারিবারিক আবহে থাকার সু-ব্যবস্থা রয়েছে।
এ সুযোগে ঘুড়ে যান সবুজের শহর মৌলভীবাজার। যেখানে রয়েছে চা-বাগান, জলপ্রপাত, হাওর, প্রাকৃতিক লেক, জলের গ্রাম, ট্রাইবালদের জীবন ব্যবস্থা।
জেলার দর্শনীয় স্থান সমূহ:
শ্রীমঙ্গল
১. লাউয়াছড়া জাতীয় উদ্যান
২.চা গবেষণা ইনস্টিটিউট
৩. চায়ের দেশ মনুমেন্ট।
৪. বিডিআর পার্ক।
৫. চা বাগান।
৭. হাম হাম ঝড়না।
৮. রমেশ বাবুর ৭ কালারের চা।
৯. বাইক্কা বিল।
১০. শীতেস বাবুর চিড়িয়াখানা।
কমলগঞ্জ
১. মাধবপুর লেক।
২. বীরশ্রেষ্ট হামিদুর রহমানের স্মৃতিস্তম্ভ।
৩. আদমপুর মনিপুরি পাড়া।
৪. মোনিপুরি জাদুঘর।
৫. শমশেরনগর ক্যামেলিয়া হাসপাতাল ও গলফ মাঠ।
৬. চাতলাপুর বর্ডার।
কুলাউড়া
১. পৃথ্বিমপাশা নবাব বাড়ি।
২. চা বাগান।
৩. হাকালুকি হাওর।
বড়লেখা
১. মাধবকুণ্ড জল প্রপাত।
২. পরিকুণ্ড।
৩. খাশিয়া পুঞ্জী।
রাজনগর
১. হাইল হাওর।
২. সাকেরা চা বাগান।
৩. লীলা নাগের বাড়ি।
মৌলভীবাজার সদর
১. উত্তর মুলাইম লন্ডনী গ্রাম।
২. স্লুইস গেট ও মনু নদী।
৩. অন্তেহরি জলের গ্রাম।
৪. বর্ষিজুড়া ইকোপার্ক।
রিজার্ভেশনের জন্য যোগাযোগ করুন:
সাখাওয়াৎ লিটন- 01716053043
হলি ফ্যামিলি রেস্ট হাউস এন্ড সুইমিং জোন
২৫ বনানী, ৯৯০ টিবি হাসপাতাল রোড
মৌলভীবাজার-3200
বি:দ্র:
১. এ রেস্ট হাউস এ কোনো অনৈতিক কর্মকাণ্ড,মাদক-মদ্যপান, অসংলগ্ন আচরণ ও আইন বিরুদ্ধ যে কোনো ধরণের কর্মকাণ্ড সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
২. মহান স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী, জাতীর শ্রেষ্ট সন্তান, সম্মানিত মুক্তিযোদ্ধাদের জন্য এ রেস্ট হাউজে সব সময়ের জন্য ৫০% ছাড় থাকবে।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766